সখীপুর সংবাদদাতা : টাঙ্গাইলের সখীপুরে চুরি হওয়া মালামালসহ তিন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার হতেয়া ও কাশিমপুর উপজেলার শারদাগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-উপজেলার হতেয়া রাজাবাড়ি এলাকার আব্দুল বারেক মিয়া (৫৭), গাজীপুরের কাশিমপুর উপজেলার শারদাগঞ্জ এলাকার নাজমুল (৩২) এবং ফরহাদ (২৯)।
সখীপুরের হাতেয়া রাজাবাড়ি ইউনিয়ন পরিষদ ঘেঁষা রেজাউল করিমের দোকান থেকে গত ১০ জানুয়ারি রাতে চুরি হয়। এ ঘটনায় সখীপুর থানায় লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগী।
পুলিশ জানায়, চুরির ঘটনায় হতেয়া এলাকার আব্দুল বারেককে আটক করে তার দেওয়া তথ্য অনুসারে কাশিমপুর উপজেলার নাজমুল ও ফরহাদকে গ্রেফতার করে পুলিশ। তাদের দুইজনের কাছ থেকে ফটোকপির মেশিন, লেমিনেটিং মেশিন, কম্পিউটার কি-বোর্ড, মনিটর, সিপিও এবং প্রিন্টার মেশিন উদ্ধার করা হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, চুরি যাওয়া মালামাল উদ্ধার করে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়েছে।