নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ঢাকাস্থ অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ জন দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে নালিতাবাড়ী পৌরশহরের আড়াইআনী বাজারের জেবা প্লাজায় অঙ্গীকার ফাউন্ডেশনের আঞ্চলিক কার্যালয়ে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও জাতীয় কৃষক সমিতির জেলা সভাপতি রাজিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঙ্গীকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মুজিব, কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম হারুন, ওয়ার্কার্স পার্টির সদস্য খালেদা বেগম, জেলা যুব মৈত্রীর আহবায়ক রাজু আহমেদ ও সদস্য তারেক প্রমুখ।