ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় আবারও ব্যাটারী চালিত অটোরিক্সার চাপায় প্রাণ গেলো আরেক স্কুল ছাত্রীর। নিহত স্কুল ছাত্রীর নাম জান্নাত আক্তার(৭)। সে নারাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী। জান্নাত উপজেলার মেনজেনা গ্রামের জুলহাস মিয়ার মেয়ে। ঘটনাটি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম।
স্থানীয় সুত্রে জানাযায়,বুধবার সকালে জান্নাত তাঁর সতীর্থদের সাথে নারাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল।
এ সময় ভরাডোবা-ঘাটাইল সড়কের নারাঙ্গী চৌরাস্তা এলাকায় রাস্তার পর হওয়ার সময় ভরাডোবাগামী একটি ব্যাটারী চালিত অটোরিক্সা জান্নাতকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ঘাতক অটোরিক্সাটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
প্রসঙ্গ,গত শনিবার একই সড়কে ব্যাটারী চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ দুই সহোদর বোন নিহতহন ও ৫জন আহত হন।
গত রোববার রাতে ট্রাক উল্টে ভালুকায় তিন মাদরাসা ছাত্রসহ ৪জন নিহত ও ২৮জন শিক্ষক ও ছাত্র গুরুতর আহত হন। গত সোমবার ভরাডোবা ঘাটাইল সড়কের বগাজান নামক স্থানে ব্যাটারী চালিত অটোরিক্সা ও ট্রাকের মাঝে সংঘর্ষে এক কলেজ ছাত্রী নিহত হন।