তুমি শেষবার চলে যাও।
যাই যাই করে কের বাহুজোরে
কেনই বাঁধিতে চাও।
যদি নাই যাবে মিছে এতোবারে
কেন যাই বলে ব ̈থা দাও।
হেরো গোঁধূলী মিলিয়ে সাঁঝে
তেমনি করিয়া মিলাও আমার
দৃষ্টি সীমার মাঝে।
আমি মুক্তি দিয়াছি তোমায়
ভাবিয়া ডুবে যাবো নিজ কাজে।
আমি খুলেছি বাঁধন সব
থামিয়া গিয়াছে ধরনীর বুকে
ধরনীর উৎসব
শুধু পড়ে আছে মোর ̄^ায়ু ছিড়া কঙ্গাল অবয়ব।
বহে নির্মল মৃদুবায়
তোমারে লইতে চাপা কলরবে।
ডাকিয়াছো অবেলায়
দেখ আধাঁরে হয়েছে দৃষ্টিকে মোর যদি
ফাঁকি দেওয়া যায়।
আজি মেঘমেদুরগগণে
জ্বালিয়েছো কোন আকাশ প্রদিপ
বাদলের রবিগণে।
প্রিয় এমন লগণে কত ব ̈থা
মোর জাগিয়েছো সনে।
আর ডাকিবো না কোন দিন।
মিটায়ে দিয়েছি হৃদয়ে হৃদয়ে
দেনা পাওনার
ঋণ
শুধু অপরাধি যত দেওনাগো
ভূলি রেখে দিও অমলিন।
পাছে তারার উঠিল জাগি
হয়তো তোমার বিদায়ের ক্ষনে
কাঁদিবে মোর লাগি
তাই বিদায়ের দিনে দয়া করে যাও
করোনা ব ̈থার ভাগী
যাও আমায় ভূলিয়া যাও
বলিব না আজ দিয়েছি যে
এমন আমারে ফিরিয়ে দাও।
যেন এমন না হয়।
ভূলেছ আমায় ভূলে গেয়েও বাণিটা।