ত্রিশাল প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে সহকারি পুলিশ সুপার সার্কেল (ত্রিশাল) অরিত সরকার ও ত্রিশাল থানা অফিসার ইনচার্জ কামাল হোসেনের নির্দেশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে ১৪ বোতল বিদেশী মদসহ দুই (০২) মাদক কারবারিকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীর ভিটা গ্রামের নাজিমুদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (১৭) একই এলাকার মনির মিয়ার ছেলে আবিদ হাসান (১৭)।
বৃহস্পতিবার সকালে ত্রিশাল থানার এস আই নুরে আলম সিদ্দিক ও এ এসআই রিপন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।
অভিযানে থাকা এস আই নুরে আলম সিদ্দিক বলেন, মাদক কারবারি দুইজন ময়মনসিংহ থেকে আসার পথে চেকপোস্ট দেখে দ্রুত পালিয়ে যেতে চেষ্টা করে পরে তাদেরকে দৌঁড়িয়ে ধরে চেক করা হলে তাদের কালো বেগে থাকা ১৪ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। সেই দু'জনকেও ত্রিশাল থানা হেফাজতে এনে তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।