ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকার মনোহরপুর গ্রামে বৃহস্পতিবার সকালে বিরোধপূর্ণ জমিতে ধানের চারা রোপন করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ ১০জন আহত হয়েছেন। আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মনোহরপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মোফাজ্জল, উজ্জল ও নজরুল ইসলাম গংদের সাথে ভাতিজা রফিকুল ইসলাম, হানিফ ও শরিফদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
বৃহস্পতিবার সকালে রফিকুল ইসলাম ও তার ভাইয়েরা ওই জমিতে বোরো ধানের চারা লাগাতে যান। এ সময় প্রতিপক্ষ রফিকুল ইসলামের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধদল দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে।
এতে মফিজ উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৫৫), আনোয়ারা খাতুন (৪৫), মোফাজ্জল হোসেন (৪০), উজ্জল মিয়া (৪৫), মোস্তফা কামাল (৬০), মানিক মিয়া (৪০), রফিকুল ইসলাম (৩৭), ইতি আক্তার (২৪) ও আশরাফুল আলমসহ (৪০) আহত হন। তাদের মাঝে কোপের আঘাতে আহত নজরুল ইসলাম ও মোফাজ্জল হোসেনকে সংজ্ঞা অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান জানান, ওই জমি নিয়ে ইউনিয়ন পরিষদের বেশ কয়েকবার সালিশ হয়। কিন্তু সালিশের কোন সিদ্ধান্তই হামলাকারী রুহুল আমিনের ছেলেরা মানেনি। এমনকি তারা গত মৌসুমেও মফিজ উদ্দিন গংদের লাগানো আমন ধান কেটে নিয়ে যায়।
ভালুকা মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।