গোলাম রব্বানী-টিটু: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বুধবার শেরপুর জেলা প্রশাসকের নির্দেশে মাদ্রাসায় কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার কলেজ রোড সংলগ্ন মহিলা রোকিয়া মাদ্রাসায় শীত বস্ত্র কম্বল শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। শেরপুর জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের নির্দেশে ১০০ কম্বল জেলা প্রশাসনের উদ্যোগে বিতরণ করা হয়ছে।

এ সময় উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভূইঁয়া, উপজেলার সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান ক্ষুদে শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন। শিক্ষার্থীরা কম্বল হাতে পেয়ে শেরপুর জেলা প্রশাসন ও ঝিনাইগাতী উপজেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।