দুর্গাপুর প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের পূর্ব উৎরাইল এলাকা থেকে সাইফুল ইসলাম (৪৫) নামে এক বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে অনুপ বিশ্বাসের বাড়ির সামনের ইটের সলিং রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাইফুল ইসলাম বিরিশিরি ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত মিরাজ আলীর ছেলে।

দুর্গাপুর থানার উপপরিদর্শক আব্দুল হান্নান জানায়, স্থানীয়রা এক ব্যক্তি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেই। আমরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে জানায়। লাশের নাকে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ জানা যায়নি। শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।