নিজস্ব সংবাদদাতা : ইউনিক প্রগ্রেসিভ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা গত ১০ ফেব্রুয়ারী শনিবার সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (পুরুষ) হোস্টেল মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর মো: আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (পুরুষ) এর অধ্যক্ষ প্রফেসর ড. মো: জয়নাল আবেদীন খান, উপাধ্যক্ষ মো: মুঈনউদ্দিন, উপ-পরিচালক মো: কামরুজ্জামান, ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঞা, ইউনিক প্রগ্রেসিভ স্কুলের সভাপতি ডা: ফারজানা আনার। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক এইচ. এম আলমগীর। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।