গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে ময়মনসিংহ জেলা পরিষদের বরাদ্দকৃত ৭৯ লাখ টাকার প্রকল্পের চিঠি প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে শনিবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ গোলাম সামদানি খান সুমন এসব চিঠি আনুষ্ঠানিকভাবে প্রকল্পপ্রাপ্তদের কাছে হস্তান্তর করেন। জানা যায়, এসব প্রকল্পের মধ্যে ৫১টি প্রকল্প কমিটির মাধ্যমে ৫৪ লাখ ৫০ হাজার ও দরপত্রের মাধ্যমে ১৬টি প্রকল্প ২৪ লাখ ৫০ হাজার টাকার কাজ বাস্তবায়িত হবে। রাজস্ব ও এডিপি তহবিল থেকে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে।

গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক তানজীর আহমেদ রাজীব, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম, রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, গৌরীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রউফ মোস্তাকিম প্রমুখ।

এছাড়াও এতে উপস্থিত ছিলেন- বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মুক্তাদির শাহিন, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর সাদিকুল ইসলাম সাদেক, মোঃ নুরুল ইসলাম, দেলোয়ার হোসেন বাচ্চু, আরিফুল ইসলাম ভূঁইয়া এনাম, গৌরীপুর গ্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লবসহ প্রকল্পপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ।