ত্রিশাল প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় ময়মনসিংহ-৭ ত্রিশাল থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ এমপিকে সংবর্ধনা দিয়েছেন।
শনিবার বিকেলে নানা আয়োজনের মধ্য দিয়ে এই সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মন্ডলি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এছাড়াও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
এসময় আনিছুজ্জামান এমপি ছাত্র শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, আমি এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে ত্রিশালের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই তার জন্য যা যা করনীয় করে দিবো। আমি আপনাদের কাছে চাই সেরা শিক্ষাটা উপহার চাই। সংবর্ধনা ও বাৎসরিক ক্রিড়া প্রতিযোগিতায় দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।