নিজস্ব প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সংগঠক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জামিনে কারামুক্ত হয়েছেন।
শনিবার (১০ ফেব্র“য়ারি) দুপুর ১টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি এই মুক্তি লাভ করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন দলীয় নেতাকর্মী ও তার ছেলে সৈয়দ সেহরান ইমরান।
বিকেল পৌনে ৪টায় সৈয়দ এরমান সালেহ প্রিন্সের ছেলে সৈয়দ সেহরান ইমরান এই তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে, গত ৪ নভেম্বর পল্টন থানায় পুলিশের দায়ের করা একটি মামলায় ঢাকার বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার হন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
পরে তাকে ময়মনসিংহ কোতোয়ালি ও হালুয়াঘাট থানার আরও দুইটি পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর টানা তিন মাস কারাভোগের পর সম্প্রতি সব মামলায় জামিন লাভ করেন এই বিএনপি নেতা।