শেরপুর প্রতিনিধি : পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) এর শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং সার্বিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১ টায় শেরপুর জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার ও পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের সভাপতি মোনালিসা বেগম পিপিএম-সেবা এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২০২৪ শিক্ষাবর্ষের আলোকে শিক্ষার মান উন্নয়ন খসড়া নীতিমালা প্রণয়ন ও স্কুলের উন্নয়ন মূলক কাজ নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে শিক্ষার গুণগতমান উন্নয়নে নতুন শিক্ষা ব্যবস্থার আলোকে ছাত্র-ছাত্রীদের পাঠদানের উপর গুরুত্বারোপ করে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্লেসের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ সহ অন্যান্য পরিচালনা পর্ষদের সদসবৃন্দ, সম্মানিত শিক্ষক মন্ডলী ও অভিভাবক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।