স্টাফ রিপোর্টার : রবিবার সকালে সোনালী ব্যাংক পিএলসি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) বিনা শাখা এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোনালী ব্যাংক অনলাইন সেবার মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিবিধ ফি/চার্জ আদায় কার্যক্রম পরিচালনার লক্ষ্যে উপাচার্যের ব্যাক্তিগত দপ্তরের সম্মেলন কক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস এফসিএমএ, এফসিএ। সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার জাহিদুল ইসলাম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক বিতার্কিক ও বিনা শাখার ম্যানেজার মো. আবুল কালাম আজাদ।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার কৃষিবিদ মো. অলিউল্লাহ এবং সোনালী ব্যাংকের পক্ষে ডেপুটি জেনারেল ম্যানেজার দেবাশীষ সমদ্দার চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা মো. হারুন-অর-রশিদ, প্রক্টর ড. মো. আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইউছুব আলী মণ্ডল, প্রফেসর ড. মো. আব্দুল আওয়াল, প্রফেসর ড. আলী আশরাফ, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আতিকুর রহমান, মো. মাহমুদুল হক, হাসান হাফিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী বলেন, সোনালী ব্যাংকের বিনা শাখার বর্তমান ব্যবস্থাপনা ও সেবা অনেক স্মার্ট এবং তাদের চৌকস পরিচালনায় আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা অনেকটাই স্বাচ্ছন্দে সকল ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে পারছে।

বিশেষ অতিথি সুভাষ চন্দ্র দাস বলেন, বিশ্ববিদ্যালয়ের সাথে সোনালী ব্যাংকের যে সম্পর্ক রচিত হয়েছে এইটিকে আমরা যতেœর সাথে লালন করবো এবং বিশ্ববিদ্যালয়ের জন্য সোনালী ব্যাংকের যেকোনো ব্যাংকিং সেবা সহজতর করতে আমরা সচেষ্ট থাকবো।

সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে অনুষ্ঠানের সভাপতি ও জেনারেল ম্যানেজার সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন বিনা শাখা প্রিন্সিপাল অফিসার শফিকুল ইসলাম, সিনিয়র অফিসার শামীম আহমেদ, অভিজিৎ সরকার।