ত্রিশাল প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া এলাকায় রবিবার দুপুরে জোহা এগ্রো এন্ড ডেইরি ফার্ম এর উদ্যোগে ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

এতে সভাপতিত্ব করেন, ত্রিশাল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তানিয়া রহমান, প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ খামার বাড়ি কৃষি সস্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক ড.মোছা.নাছরিন আক্তার বানু।

বিশেষ অতিথি ছিলেন, ড.উম্মে হাবিবা ময়মনসিংহ জেলা প্রশিক্ষণ অফিসার, ত্রিশাল উপজেলা সহকারি কৃষি অফিসার রিপা রানী চৌহান, জোহা এগ্রো এন্ড ডেইরি ফার্মের স্বত্বাধিকারী মাইসফট্ এর ম্যানেজিং ডাইরেক্টর মনজুরুল হক, বগুরা সদরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম, বাংলাদেশ যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা মোছা. সুরাইয়া ফারহানা রেশমা, সাখুয়া ইউনিয়নের উপ সহকারী কর্মকর্তা মনিরুজ্জামান মনির সহ ময়মনসিংহ জেলা উপজেলার কৃষি কর্মকর্তা কর্মচারী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।