মুক্তাগাছা প্রতিনিধি : বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের শিক্ষার্থীদেরকে উপযোগী করে গড়ে তুলতে হবে। আগামীর রাষ্ট্র পরিচালনায় আজকের শিক্ষার্থীরাই ভূমিকা রাখবে। কাজেই তাদেরকে যোগ্য হয়ে গড়ে উঠতে শুধু শিক্ষিত ও নাগরিক হলে চলবে না, সুশিক্ষিত ও স্মার্ট হিসেবে মেধা মননে নিজেদের তৈরি করতে হবে। সেজন্য শিক্ষক সমাজকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।
রবিবার মুক্তাগাছা শহরের ঐতিহ্যবাহী রামকিশোর সরকারী উচ্চ বিদ্যালয় ও নবারুন বিদ্যানিকেতনের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য কৃষিবিদ মো. নজরুল ইসলাম।
সকাল ১০টায় রামকিশোর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ ও বেলা ১১টায় নবারুন বিদ্যানিকেতন মাঠে প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহজাহান কবির। দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কৃষিবিদ মো. নজরুল ইসলাম।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, সহকারী কমিশনার (ভূমি) রোমানা রিয়াজ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাসেম, শহীদ স্মৃতি সরকারী কলেজের অধ্যক্ষ মো. ইদ্রিস আলী, ড. নজরুল ইসলাম এমপির সহধমর্মিনী জান্নাতুল ফেরদৌস, শিক্ষাবিদ স্বপন কুমার দাস, থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পী, আওয়ামীলীগ নেতা মুশফিকুর রহমান মশিউর, এবিএম জহিরুল হক জহির,বিল্লাল হোসেন মন্ডল প্রমুখ।
পরে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।