হালুয়াঘাট প্রতিনিধি : গত কয়েক মাস ধরে পল্লী বিদ্যুতের ক্রমাগত লোডশেডিংয়ে বিপর্যস্ত ময়মনসিংহের সিমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট।
দিনে-রাতে সবমিলিয়ে দেড় থেকে ২ ঘণ্টার বেশি বিদ্যুৎ পায় না পল্লী বিদ্যুতের উপজেলার প্রায় ৬২ হাজার গ্রাহক। তাই তারা ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে রাস্তায় নেমেছে।
সোমবার দুপুরে পল্লী বিদ্যুতের হালুয়াঘাট জোনাল অফিসের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে যোগ দেয় স্থানীয় শতাধিক কৃষক ও পল্লী বিদ্যুতের গ্রাহকগণ। মানববন্ধন শেষে বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন গ্রাহকরা। বিদ্যুৎ অফিসের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন রয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন আবু রাশেদ শাহজালাল, সিরাজ উদ্দিন, আবুল কাশেম ফজলুল হক, রেজাউল করিম, তানভীর আহমেদ প্রমূখ।
পরে পল্লী বিদ্যুতের হালুয়াঘাট জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নুরুল হুদা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
এ সময় বক্তরা অভিযোগ করে বলেন, বর্তমানে হালুয়াঘাটে বোরো আবাদে ক্ষেত্রে পানির প্রয়োজন। কিন্তু পল্লী বিদ্যুতের পক্ষ থেকে দিনে ও রাতে মিলিয়ে ১ থেকে ২ ঘন্টা বিদ্যুৎ থাকে। কৃষকরা বোরো ক্ষেতে পানি দিতে পারছেন না। এতে করে রোপনকৃত ফসলি জমি নষ্ট হচ্ছে। বিদ্যুৎ অফিসে এ সকল অভিযোগ নিয়ে গেলে দায়িত্বে থাকা ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নুরুল হুদা গ্রাহকদের সাথে খারাপ আচরণ করেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ না করা হয় তাহলে আমরা জোনাল অফিসের সামনে আমরণ অনশনে বসবো। পরে সকালে অফিস করলেও মানববন্ধন শুরু হওয়ার পরই অফিসে তালা দিয়ে চলে যান ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নুরুল হুদা।
এই ব্যাপারে জানতে উনাকে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, জরুরী কাজে শম্ভুগঞ্জ রয়েছি। বিদ্যুতের পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ চলছে।