ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সোমবার উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নবীন বরণ ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া। বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তুফা কামাল, শিক্ষক রুস্তুম আলী, সহ নবীন ও বিদায়ী শিক্ষার্থীরা।

প্রধান অতিথি আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া বলেন, লেখাপড়ায় মোনযোগী হয়ে প্রত্যেক শিক্ষার্থীকে দেশ গড়ার কাজে এগিয়ে যেতে হবে। এসএসসি বিদায়ী শিক্ষাথীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড প্রতিযোগিতা করে ভালোভাবে রেজাল্ট করে তোমরা দেশ সেবায় ভূমিকা রেখে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলার সহযোগিতা করে সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে আসবে প্রত্যাশা রেখে সকল শিক্ষার্থীদের মঙ্গল কামনা করেন।