হালুয়াঘাট প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে ছোট ভাই আবুল কালাম বিরুদ্ধে বড় ভাই আবু নাঈমের সিমানার ভেতর ১৩টি ইউক্যালিপটাস গাছ ও রাস্তা কাঁটার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার মরাগাংকান্দা গ্রামের। দু’জন ঐ গ্রামের মৃত হাজী গুল মামুদ এর পুত্র। এ বিষয়ে আবু নাঈম হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী আবু নাঈম জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে তার আপন ছোট ভাই আবুল কালামের সাথে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে স্থানীয় কাউন্সিলর কার্যালয়ে মিমাংশার জন্য বিচার সালিশ বসে। হঠাৎ করে গত রবিবার দিবাগত রাতে সেই বিরোধের জেড়ে ১৩ টি ইউক্যালিপটাস গাছ কাঁটাসহ রাস্তা কেঁটে চলাচলের অনুপোযোগী করে দেওয়া হয়। তিনি আরো অভিযোগ করে বলেন, এটি তার ছোট ভাই আবুল কালাম ও তার পরিবারের লোকজন করেছে। সকালে উঠে ঘটনাটি দেখে থানা পুলিশ বরাবর লিখিত অভিযোগ দায়ের করি।
ভুক্তভোগীর ভাতিজা মনিরুল ইসলাম বলেন, আমার দাদার ২ একর এর উপর জমি রেখে মারা যান। আমার দাদা হাজী গুল মামুদ, ছোট চাচা আবুল কালামের বাড়িতে থাকতেন। দাদা মারা যাওয়ার পর দাদার রেখে যাওয়া জমি ছোট চাচা আবুল কালাম দখলে রেখে বাকি ভাইদের বঞ্চিত করেন। কিছুদিন আগে আমরা সেই জমি সমান ভাগ বাটোয়ারা করে নিয়েছি। কিন্তু আমার ছোট চাচা সেই জমি দিতে নারাজ। সেই জন্য এমন ঘটনা ঘটাতে পারে বলে ধারনা করছি।
এ বিষয়ে আবুল কালামের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমার সকল জমির বৈধ দলিল রয়েছে। আমি আমার প্রয়োজনে নিজের জায়গার রাস্তা কেঁটেছি। কিন্তু গাছ কাঁটার বিষয়ে আমি কিছুই জানিনা। সে নিজেই, নিজের গাছ কেঁটে আমার উপর অভিযোগ তুলছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।