নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহ পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহের পুলিশ সুপার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাছুম আহমেদ ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রায়হানুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন।

সভাপতিত্ব করেন পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিভা চক্রবর্তী।

পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন খেলার শুরুতে ছাত্রছাএীরা আকর্ষনীয় ডিসপ্লে প্রদর্শন করে। প্রধান অতিথি বলেন ছাএ ছাএীদের লেখা পড়ার পাশাপাশি খেলাধূলায় মনোনিবেশ করতে হবে। তাদেরকে সু নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।