স্টাফ রিপোর্টার : ‘শিশুরা থাকুক হাসিতে, শিশুরা থাকুক খুশিতে’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ শিশু একাডেমীর উদ্যোগে ময়মনসিংহের ২য় জাতীয় শিশু চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দেশব্যাপী শিশুদের আঁকা ছবির মধ্য থেকে বাছাইকৃত নির্বাচিত ১০০টি ছবি নিয়ে ময়মনসিংহে এ আয়োজন করা হয়। এ ১০০টি নির্বাচিত ছবির মধ্যে স্থান পেয়েছে জামালপুর জেলা শিশু একাডেমির দশম শ্রেণির ছাত্রী শাহরিয়ার আক্তার জুঁই এবং নেত্রকোনা জেলা শিশু একাডেমীর দুর্জয় সাহা।
মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমি ময়মনসিংহ আয়োজিত ২য় জাতীয় শিশু চিত্রকলা প্রদর্শনী ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালার মিলনায়তনে প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর দে।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আরিফুল হক মৃদুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমি থেকে সম্মাননা প্রাপ্ত কবি ও নাট্যকার ফরিদ আহমেদ দুলাল। আরো উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য সচিব লায়লা আঞ্জুমান বানু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মেহেদী জামান, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমিত রায়।
প্রধান অতিথি অভিভাবকদের উদ্দেশে বলেন, একটা সময় ছিল সন্তানদের শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চাওয়া হতো। কিন্তু এখন এ ভ্রান্ত ধারণা থেকে অনেকে বের হয়ে এসেছেন। সন্তান কি চায় সেটা আগে বুঝতে হবে, জানতে হবে। সন্তান কি করতে ভালোবাসে, পছন্দ করে সেই বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিতে পারলে এই শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারবে।
উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।