ভালুকা প্রতিনিধি : টঙ্গী ইজতেমা শেষে ফেরার পথে ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় আহত মাদরাসা ছাত্র তামিম খানও (১৫) মারা গেলেন। ৮ দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ আইসিওতে থাকা অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।
নিহত তামিম খানভালুকার খারুয়ারী জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার কিতাব বিভাগের ছাত্র ছিলেন। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড খারুয়ালী গ্রামের মো: শাহজাহান খানের ছেলে।
জানাযায়, টঙ্গী ইজতেমা শেষে ফেরার পথে ৪ ফেব্রুয়ারী রাত সাড়ে ১১ টার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার হবিরবাড়ি ঢালীবাড়ি মোড় এলাকায় মাদরাসা ছাত্রদের বহনকারী ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ট্রাকটি মহাসড়কের উপর উল্টে মাদরাসা তিন ছাত্র নিহত ও শিক্ষকসহ ২৮ শিক্ষার্থী আহত হয়েছিলেন।
ভালুকার খারুয়ারী জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার পরিচালক আলহাজ¦ হাতেম খান জানান, টঙ্গী ইজতেমা থেকে মাদরাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মাদরাসার তিনজন শিক্ষার্থী মারা গিয়েছিলেন। মঙ্গলবার সকালে তামিম খানও মারা গেছেন। এ নিয়ে তার মাদরাসার সড়ক দুর্ঘটনায় চারছাত্র মারা গেলেন।