অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের কাজিপুরে ফাতেমা খাতুন (৮৫) নামে মাকে হত্যার দায়ে ছেলে ও পুত্রবধূর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক কানিজ ফাতিমা এ দণ্ডাদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো-কাজিপুর উপজেলার রেহাইশুরিবেড় গ্রামের মৃত মকছেদ আলী মন্ডলের ছেলে আব্দুস সামাদ (৬৫) ও আব্দুস সামাদের স্ত্রী মোছা. রশিদা খাতুন (৬০)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালের ১ নভেম্বর সকালে ফাতেমা খাতুনের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের ছেলে আব্দুর রহিম বাদী হয়ে অজ্ঞানামাদের বিরুদ্ধেমামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ সন্দেহজনকভাবে সামাদ ও ছেলের বউ রুনাকে আটক করলে। রিমান্ডে দুজনই হত্যার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন।