গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ সোমবার দিনগত রাতে অভিযান চালিয়ে ১০৩ পিচ ইয়াবাসহ মাদক এক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত ব্যক্তি রামগোপালপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের আরশেদ আলীর ছেলে মঞ্জু মিয়া। পুলিশের দাবি দীর্ঘদিন যাবত সে মাদক ব্যবসার সাথে জড়িত।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শরিফুলের নেতৃত্বে এএসআই শাহীনুল বারী, দেলোয়ার হোসেন ও সাহাদত হোসাইন অভিযান চালিয়ে সদর ইউনিয়নের গজন্দর গ্রাম থেকে মঞ্জু মিয়াকে ১০৩ পিচ ইয়াবাসহ আটক করে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী মঞ্জুর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।