নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় ব্যাটারি চালিত অটোরিকশা চুরির অভিযোগে সোহেল মিয়া ওরফে শুভ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরি হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়।

এর আগে সোমবার দিবগত রাত সাড়ে ১২টার দিকে জেলা সদরের লক্ষীগঞ্জ বাজার থেকে অটোরিকশাটি চুরি হয়। পরে অভিযোগ পেয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের মদন সিএনজি স্ট্যান্ড থেকে চুরি হওয়ার অটোরিকশাসহ গ্রেফতার করে পুলিশ।

নেত্রকোনা মডেল থানার ওসি আবুল কালাম (পিপিএম) জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লক্ষীগঞ্জ বাজারে মদন-নেত্রকোনা পাকা রাস্তার পাশে অটোরিকশাটি রেখে একটি দোকানে চা খেতে যান। চা খেয়ে কিছুক্ষণ পরে এসে দেখেন অটোরিকশাটি চুরি হয়ে যায়। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগও দেন তিনি।

পরে পুলিশের একটি দল শহরের মদন সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে শুভকে অটোরিকশাসহ গ্রেফতার করা হয়। শুভকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।