মোহনগঞ্জ সংবাদদাতা : নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬১তম বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় কার্যকরী পর্ষদের সভাপতি, মোহনগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মোঃ নুরুজ্জামান।
এতে প্রধান অতিথি ছিলেন মোহনগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, মোহনগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মোখলেছুর রহমান আকন্দ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ জাহান। এসময় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পরে বিকেলে পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।