শেরপুরের ঝিনাইগাতী উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৩-২০২৪ অর্থ বছরে কৃষি উন্নয়ন মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের আওতায় ১১ও ১২ ফেব্রুয়ারী ২দিন ব্যাপি কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ অনুষ্ঠান সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকতা মো: হুমায়ুন দিলদার। প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন পুষ্টি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন। এ সময় অন্যান্যের মাঝে অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার সহ ৬০ জন কৃষক-কৃষাণী ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। দুদিন ব্যাপি এই প্রশিক্ষণে ৬০জন কৃষক-কৃষাণীকে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেন স্থানীয় কৃষি অধিদপ্তরের কর্মকর্তাগণ।