স্টাফ রিপোর্টার : উৎসব মুখর পরিবেশে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।
শেষ দিন (১৩ ফেব্র“য়ারী) মেয়র পদে ৭ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১শ ৬৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান মেয়র মহানগর আওয়ামী লীগ সভাপতি ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সাদেকুল হক খান মিল্কি টজু, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু, মহানগর আওয়ামীলীগ নেতা ফারামার্জ আল নুর রাজিব, রেজাউল হক ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আঞ্চলিক নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার বেলায়েত হোসেন চৌধুরী জানান, মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে এখন পর্যন্ত মেয়র পদে সাতজন (একজন জাতীয় পার্টি), সংরক্ষিত কাউন্সিলর ৬৯ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১শ ৬৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
তফসিল অনুযায়ী মনোনয়ন বাছাই ১৫ ফেব্র“য়ারী, মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৬ থেকে ১৮ ফেব্র“য়ারী, আপিল নিষ্পত্তি ১৯ থেকে ২০ ফেব্র“য়ারী, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্র“য়ারী, প্রতীক বরাদ্দ ২৩ ফেব্র“য়ারী এবং ইভিএম এ ভোটগ্রহণ আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে।
সিটিতে মোট ভোটার ৩লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৩ হাজার ৮৭২ ও নারী ভোটার ১লাখ ৭২ হাজার ৮১৫ জন।
মনোনয়ন দাখিলের বিস্তারিত তথ্যে জানা যায়, সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে ৫ জন, ২ নং ওয়ার্ডে ৪ জন, ৩ নং ওয়ার্ডে ৩ জন, ৪ নং ওয়ার্ডে ৬ জন, ৫ নং ওয়ার্ডে ৬ জন, ৬ নং ওয়ার্ডে ৬ জন, ৭ নং ওয়ার্ডে ৫ জন, ৮ নং ওয়ার্ডে ৪ জন, ৯ নং ওয়ার্ডে ৯ জন, ১০ নং ওয়ার্ডে ৪জন, ১১ নং ওয়ার্ডে ০২ জন, ১২ নং ওয়ার্ডে ০৪ জন, ১৩ নং ওয়ার্ডে ০৮ জন, ১৪ নং ওয়ার্ডে ০৬ জন, ১৫ নং ওয়ার্ডে ০৬ জন, ১৬ নং ওয়ার্ডে ০২ জন, ১৭ নং ওয়ার্ডে ০২ জন, ১৮ নং ওয়ার্ডে ০৫ জন, ১৯ নং ওয়ার্ডে ০৭ জন, ২০ নং ওয়ার্ডে ০৩ জন, ২১ নং ওয়ার্ডে ০৪ জন, ২২ নং ওয়ার্ডে ০৭জন, ২৩ নং ওয়ার্ডে ০৪ জন, ২৪ নং ওয়ার্ডে ০৯ জন, ২৫ নং ওয়ার্ডে ০৫ জন, ২৬ নং ওয়ার্ডে ০৩ জন, ২৭ নং ওয়ার্ডে ০৩ জন, ২৮ নং ওয়ার্ডে ০৫ জন, ২৯ নং ওয়ার্ডে ০৮ জন, ৩০ নং ওয়ার্ডে ০৫ জন, ৩১ নং ওয়ার্ডে ০৪ জন, ৩২ নং ওয়ার্ডে ০৬ জন, ৩৩ নং ওয়ার্ডে ০৪ জন।
এছাড়াও সংরক্ষিত কাউন্সিলর (নারী) পদে ১ নং ওয়ার্ডে ১০ জন, ২ নং ওয়ার্ডে ০৭ জন, ৩ নং ওয়ার্ডে ০৪ জন, ৪ নং ওয়ার্ডে ০৫ জন, ৫ নং ওয়ার্ডে ০৫ জন, ৬ নং ওয়ার্ডে ০৭ জন, ৭ নং ওয়ার্ডে ০৪ জন, ৮ নং ওয়ার্ডে ০৬ জন, ৯ নং ওয়ার্ডে ০৭ জন, ১০ নং ওয়ার্ডে ০৬ জন, ১১ নং ওয়ার্ডে ০৮ জন প্রার্থী হয়েছেন।