হালুয়াঘাট প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে নানা আয়োজনে বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকাল থেকে পৌর শহরের সানফ্লাওয়ার স্কুল মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আর পিঠা উসবের মধ্য দিয়ে বসন্তবরণ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।

দিনভর নানা আয়োজনে বসন্তবরণ উৎসব পালন করেছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিসেস ঝর্ণা ঘোষ, ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। নাচ, গান ও কবিতা আবৃত্তির পাশাপাশি বাহারি পিঠা উৎসবে মেতে উঠেন আগত তরুণ-তরুণীরা। বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ১৫টি স্টলে হরেক রকমের পিঠার পসরা সাজিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।