অনলাইন ডেস্ক : দেশের বিভিন্ন বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত আরও ১৮৩ শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন।

এমপিও অনুমোদন কমিটির ৩১তম সভার সিদ্ধান্তের আলোকে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়। সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদফতর থেকে তাদের এমপিও কার্যকর করে আদেশ জারি করা হয়েছে।

২০২০ খ্রিস্টাব্দের নভেম্বরে জারি হওয়া এমপিও নীতিমালার আলোকে এ শিক্ষক-কর্মচারীদের পদের প্রাপ্যতা থাকায়, নিয়োগের শর্ত পূরণ করায় এবং সনদ সঠিক থাকায় এমপিও অনুমোদন কমিটির সভায় তাদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, এদের মধ্যে কৃষি ডিপ্লোমা শিক্ষা প্রতিষ্ঠানের ১০, এসএসসি ভোকেশনাল প্রতিষ্ঠানের ৪০ ও এইচএসসি বিএম প্রতিষ্ঠানের ১৩৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এসব শিক্ষক-কর্মচারীদের এমপিও ডিসেম্বর মাস থেকে কার্যকর হবে। প্রকাশিত ওই তালিকায় কয়েক মাসে কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মচারী ও প্রতিষ্ঠান প্রধান এবং বেশ কয়েকবছর আগে নিয়োগ পাওয়া শিক্ষকরাও রয়েছেন।