স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ সদর উপজেলার অম্বিকাগঞ্জে প্রতিষ্ঠিত প্রয়াত আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুল জলিল স্মরণে আব্দুল জলিল টেকনিক্যাল ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ১২ ফেব্র“য়ারী ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ জাহাঙ্গীর মোঃ হাফিজ উদ্দিন।

অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন আব্দুল জলিল টেকনিক্যাল ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী রাজিবুর আলম বিপ্লব। সবশেষে বিদায়ী ছাত্রছাত্রীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।