গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সদর ইউনিয়নের ইউসুফাবাদ গ্রামে জমি সংক্রান্ত বিরোধে স্থানীয় মজিবুর রহমান (৬০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
মঙ্গলবার দিনগত রাত পৌনে ১টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মজিবুর। এ ব্যাপারে বুধবার সকালে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বড় ছেলে মোঃ আনোয়ার হোসেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৯ ফেব্র“য়ারি) বিকাল ৩টায় প্রতিপক্ষ স্থানীয় আব্দুল আজিজ দুদু (৫৬) ও তার লোকজন জমি সংক্রান্ত বিরোধে পূর্ব শত্র“তার জেরে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে এ হামলা করেছেন।
এ হামলায় নিহত মজিবুর রহমানের পরিবারের আরও পাঁচজন গুরুতর আহত অবস্থায় বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহতরা হলেন- নিহত মুজিবুর রহমানের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), বড় ছেলে আনোয়ার হোসেন (৩৭), ছোট ছেলে মোঃ শুভ মিয়া, বড় মেয়ে মর্জিনা সুলতানা ও ছোট মেয়ে মনিরা সুলতানা।
নিহতের ছেলে আনোয়ার হোসেন জানান- প্রতিবেশী আব্দুল আজিজ দুদুর সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনারদিন বাড়ির পাশে লাউ ক্ষেতের পরিচর্চা শেষে বাড়ি ফিরছিলেন তিনি, তার বাবা মজিবুর রহমান ও ছোট ভাই শুভ মিয়া। এসময় বাড়ির সামনে রাস্তায় আসতেই আব্দুল আজিজ দুদু ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে হামলায় চালিয়ে তাদেরকে মারাত্মক রক্তাত্ব জখম করে। তখন তাদের ডাক-চিৎকার শুনে তার মা ও দুই বোন ঘটনাস্থলে এগিয়ে আসলে তাদেরকেও আহত করা হয়। মাথায় গুরুতর জখম নিয়ে পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার দিনগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা মুজিবুর রহমান মারা যান।
আনোয়ার হোসেন আরও জানান, এ হত্যাকান্ডের ঘটনায় জড়িত আব্দুল আজিজ দুদুসহ ১২ জনের নাম উল্লেখপূর্বক মোট ১৭ জনের বিরুদ্ধে বুধবার সকালে গৌরীপুর থানায় তিনি বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
এদিকে মুজিবুর রহমানের মৃত্যুর খবর শুনে প্রতিপক্ষের লোকজন তাদের বাড়িঘর তালাবদ্ধ করে পালিয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা-আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন এ হত্যাকান্ডে জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।