অনলাইন ডেস্ক : নীলফামারীর সৈয়দপুরে ফজরের নামাজ আদায়ের সময় সিজদারত অবস্থায় ভোলা কুরায়শি (৫৫) নামের এক মুসল্লিও মৃত্যু হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) শহরের বাঁশবাড়ি জামে রিজভিয়া মসজিদে এ ঘটনা ঘটে।

ভোলা কুরায়শি সৈয়দপুর বাঁশবাড়ি পুরাতন কিলখানার বাসিন্দা। পেশায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন।

সৈয়দপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং ওই মসজিদের সভাপতি সৈয়দ মঞ্জুর আলম জানান, প্রতিদিনের মতো ঘটনার দিন ভোলা কুরায়শি ফজর নামাজের জন্য মসজিদে আসেন এবং সুন্নাত নামাজ আদায় করছিলেন। তিনি নামাজে রুকু করে সিজদায় যান তবে সিজদা থেকে আর ওঠেননি। পরে ফজর নামাজ শেষে অন্যান্য মুসল্লিদের তাকে ওঠাতে গেলে তিনি ঢলে পড়েন।

মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমরান হাবিব আশরাফি বলেন, ভোলা কুরায়শি আমাদের এই জামে মসজিদের নিয়মিত মুসল্লি।