জামালপুর সংবাদদাতা: জামালপুর সদর উপজেলার পিয়ারপুর স্টেশন এলাকায় ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পিয়ারপুর স্টেশনের মাস্টার শেখ উজ্জ্বল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী লোকাল ট্রেনটি পিয়ারপুর স্টেশনে পৌঁছানোর পরে লাইনচ্যুত হয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে আসছে। লাইন ক্লিয়ারের কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।