মোহনগঞ্জ সংবাদদাতা : নেত্রকোনার মোহনগঞ্জে মোটরসাইকেল চুরির অভিযোগে ইব্রাহিম খলিল অনিক (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ইব্রাহিম খলিল অনিক উপজেলার নাগডরা গ্রামের আবুল মিয়ার ছেলে। বৃহস্পতিবার ভোরে বারহাট্টা উপজেলার গোপালপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে মোহনগঞ্জের মাইলোড়া এালাকার মনিরুল ইসলাম শাহীন নামে এক ব্যক্তির ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়। পরদিন থানায় লিখিত অভিযোগ করেন শাহীন।

অভিযোগ পেয়ে মোটরসাইকেল উদ্ধার ও চোর ধরতে অভিযানে নামে পুলিশ। এক পর্যায়ে বৃহস্পতিবার ভোরে বারহাট্টা উপজেলার গোপালপুর এলাকা থেকে সন্দেহজনকভাবে অনিককে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চুরির বিষয়ে স্বীকারোক্তি দেয়। এ সময় তার দেওয়া তথ্যে সেখানকার একটি ওয়ার্কশপের সামনের রাস্তা থাকা চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী বলেন, অভিযোগ পেয়েই ওসি দেলোয়ার হোসেনের নির্দেশে মোটরসাইকেল উদ্ধার ও চোর ধরতে অভিযান চালানো হয়। এক পর্যায়ে অনিককে সন্দেহজনকভাবে আটক করি। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অনিককে দুপুরে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়েছে।