ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে বৃহস্পতিবার সারাদেশের ন্যায় প্রথমদিনের এসএসসি সমমানের পরীক্ষা শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় এবার দাখিল, ভোকেশনাল ও সাধারনসহ মোট ২ হাজার ১শ ৪৭জন শিক্ষাক্ষর্থীরা অংশগ্রহণ করেছে। মূল কেন্দ্র ২টা ভেন্যু ৪টা কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
প্রথমদিনে ২৬জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে বলে কেন্দ্র সচিব সূত্রে জানা গেছে। জেলা মনিটরিং টিম জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: হেলেনা বেগম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তুফা কামাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দ কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় উপজেলার ইউএনও আবদুল্লাহ আল মাহমুদ ভূইঁয়া বলেন, এসএসসি সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আশা করি বাকি পরীক্ষাগুলো সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।