নিজস্ব সংবাদদাতা : যাত্রীবাহী লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা পর জামালপুর-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে ২৫৬ নম্বর লোকাল ট্রেনটির লাইনচ্যুত হওয়া তিনটি বগি উদ্ধার করা হয় বলে জামালপুর জংশন রেল স্টেশনের মাস্টার শেখ উজ্জ্বল মাহমুদ জানান।

তিনি বলেন, ময়মনসিংহ থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ওই লোকাল ট্রেনটি জামালপুরের পিয়ারপুর রেলস্টেশন অতিক্রমের সময় ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়।

পিয়ারপুর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল মমিন জানান, ট্রেনটি লুপ লাইন থেকে মেইন লাইনে উঠার সময় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

দুর্ঘটনা কবলিত ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জ স্টেশন থেকে ময়মনসিংহ পর্যন্ত চলাচল করে বলে জানান তিনি।