মো: সাইফুল ইসলাম বাবুল : ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে।

উপজেলার রাওনা ইউনিয়নের পাচুয়া গ্রামের হাফিজ উদ্দিন এর পুত্র ব্যবসায়ী মূশিদের কাছে চাঁদা দাবি করে স্থানীয় একটি শক্তিশালী মহল দাবি কৃত টাকা না দেওয়ায় তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়এবং মারধর করে। ঘটনাটি ঘটে ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় পাঁচুয়া মোড়ের এলাকায়।

এ ব্যাপারে মুর্শিদ বাদী হয়ে গফরগাঁও থানায় একই গ্রামের ইলিয়াস, রিপন সহ চার পাঁচজনকে আসামি করে অভিযোগ দায়ের করেছে।

অভিযুক্ত রিপন ও তার সঙ্গীদের ফোনে যোগাযোগ করলে তারা এ ব্যাপারে কোন কিছু বলতে অস্বীকার করে।

গফরগাঁও থানার এস,আই নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছে, এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।