নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ফুড এন্ড বেভারেজ (ওয়েটার) সার্ভিস ও বারিস্তা কফি কোর্স উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন ও সেমিনার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারস্থ জেবা প্লাজায় অঙ্গীকার ফাউন্ডেশন কার্যালয়ে আর এন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর আয়োজনে অঙ্গীকার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ওই সংবাদ সম্মেলন ও সেমিনার আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলন ও সেমিনারে বক্তব্য রাখেন, আর এন ইনস্টিটিউটের অধ্যক্ষ মুর্শিদা খানম, পরিচালক মেহেদী হাসান , ট্রেইনার নুরুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলার সভাপতি রাজিয়া সুলতানা, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি মান্নান সোহেল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার প্রমুখ। সেমিনার সঞ্চালনা করেন অঙ্গীকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক হুমায়ুন কবির মুজিব।