বাসদ (মার্কসবাদী) ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে শনিবার দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতি রোধসহ ৪ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে সকাল ১১ টায় বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক কমরেড শেখর রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য অজিত দাস, রিফা সাজিদা, আরিফুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন-আওয়ামিলীগ সরকার আবারও ডামি নির্বাচনের প্রহসনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী কায়দায় সরকার গঠন করেছে। সরকার গঠনের পর আবারও নিত্য প্রয়োজনীয় সকল জিনিসের দাম আরও একদফা বেড়েছে।

সরকারের মন্ত্রী এমপি সিন্ডিকেটের ফলে চাল, ডাল, তেল সহ সকল পণ্যের দাম লাগামহীন। এর মধ্যে সরকার গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বাড়ানোর পায়তারা করছে। সরকারের মেগা প্রকল্পের নামে মেগা দূর্নীতির ও অর্থপাচারের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে। এর সাথে জড়িত বৃহৎ ব্যবসায়ী গোষ্ঠী। তাদের মুনাফার বলি হচ্ছে সাধারণ মানুষ। অপরদিকে সরকার রাষ্ট্রীয় বিপণন প্রতিষ্ঠান টিসিবিকে অকার্যকর করে রেখেছে। এসময় দেশের সাধারণ মানুষের দৈনন্দিন খাদ্য চাহিদা পূরণে সর্বজনীন রেশনিং চালুর বিকল্প নেই। কিন্তু এই সরকার যেহেতু ঐ মুনাফালোভী ব্যবসায়ীদের সরকার ফলে তারা সাধারণ মানুষের পক্ষে কোন পদক্ষেপ গ্রহণ করবে না। একমাত্র গণআন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করতে পারলেই জনগণের দাবি আদায় সম্ভব।

বক্তারা নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য কমানো, সর্বজনীন রেশনিং চালু, অত্যাবশকীয় খাদ্য পণ্যের রাষ্ট্রীয় বানিজ্য চালু ও সিন্ডিকেট ব্যাবসায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে আন্দোলন গড়ে তুলতে জনগণের প্রতি আহবান জানান। (অজিত দাস সদস্য বাসদ (মার্কসবাদী) ময়মনসিংহ জেলা প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি)