ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহে কাপড়ের প্যাকেটের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৫ কেজি গাঁজা'সহ চার মাদককারবারীকে আটক করেছে র‌্যাব। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রহমতপুর বাইপাস ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাসে যাত্রীদের তল্লাশী চালিয়ে তাদের আটক করা হয়।

এরা হলো- ব্রাহ্মনবাড়িয়া জেলার নলগড়িয়া এলাকার মো. উনু মিয়া (৫২), মো. ইয়ার হোসেন (২৪), একই জেলার কাশিননগর এলাকার মোঃ মনির হোসেন (৩৮) ও মো. রিফাত (২১)।

রবিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-১৪ সদর দপ্তরের উপ পরিচালক মো. আনোয়ার হোসেন।

র‌্যাব জানায়, বাসে তল্লাশীকালে সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বাসের বক্সের ভিতরে মাদকদ্রব্য গাঁজা রাখার কথা স্বীকার করে। এ সময় বাসের বক্সের ভিতর সাদা প্লাস্টিকের বস্তায় স্বচ্ছ পলিথিন প্যাকেটের মধ্যে বিভিন্ন রংয়ের প্রিন্টের কাপড় দিয়ে মোড়ানো ৫০০ গ্রাম করে ৯০ টি প্যাকেটে মোট ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।

মাদককারবারী চক্রের সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান। তারা প্রতিনিয়ত অভিনব কৌশল অবলস্বন করে কিশোরগঞ্জ জেলা থেকে অবৈধ মাদকদব্য ক্রয় করে জামালপুর জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করতো। তাদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।