নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় কথা কাটাকাটির জের ধরে মাদকাসক্ত এক যুবক অটোরিকশা চালক অপর এক কিশোরকে গলাকেটে হত্যা করেছে। এ সময় আরও এক কিশোর আহত হয়। শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের আনসার নগর মাদ্রসা সংলগ্ন রায়হর এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম মুস্তাকিম (১৭)। সে চরশাখচ‚ড়া গ্রামের সূর্যত আলীর ছেলে। আর ঘাতক সজল (১৮) চৌকা গ্রামের মুরশেদ আলী ওরফে পঁচা মিয়ার ছেলে।

ঘটনার পর গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা নাজনীন ও পাগলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার আনসার নগর মাদ্রসার উদ্যোগে ওয়াজ মাহফিল উপলক্ষে পাশেই মেলা বসে। মেলার ভেতরে মাদকাসক্ত যুবক সজল মিয়ার সাথে অটোরিকশা চালক মুস্তাকিমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কেউ কিছু বুঝে উঠার আগেই মুস্তাকিমের গলায় ধারালো ক্ষুর দিয়ে গলাকেটে হত্যার চেষ্টা চালায় সজল। পরে স্থানীয়রা সজলকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মুস্তাকিম মারা যায়। ঘটনার সময় মুস্তাকিমকে বাঁচাতে গিয়ে তাঁরা মিয়া (১৬) নামে আরেক কিশোর আহত হয়।

এ ব্যাপারে পাগলা থানার (ওসি) খায়রুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যার কারন অনুসন্ধানে নামে। তবে কি কারনে হত্যাকান্ড সংগঠিত হয়ে তা এখনো জানা যায়নি।