মোঃ সাইফুল ইসলাম বাবুল : গফরগাঁও উপজেলার দাখিল মাদ্রাসার এবতেদায়ী শ্রেণী গুলোতে শিক্ষাথী সংকট চরমে। উপবৃত্তি না থাকায় এ সংকট বলে মনে করেন শিক্ষক,অবিভাবক সহ সংশ্লিষ্টরা।

বিভিন্ন মাদ্রাসা ঘুরে দেখা যায় কয়েক প্রতিষ্ঠান ছাড়া প্রায় সব মাদ্রাসায় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে শিক্ষারথী সংকট চরম। এভাবে চলতে থাকলে হয়তো ভবিষ্যতে শিক্ষাথীর অভাবে বন্ধ হয়ে যাবে মাদ্রাসা গুলো।

নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন মাদরাসার প্রধান শিক্ষকরা জানান, সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষারথীদের উপবৃত্তি সহ নানান সুযোগ সুবিধা দিলেও মাদ্রাসাগুলোতে তা দিচ্ছেনা, এতে অবিভাবকের মাদ্রাসাতে তাদের সন্তানদের ভত্তি করাতে রাজি হচ্ছে না। সরকার যদি এদিকে সুনজর না দেয় তাহলে ভবিষ্যতে মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যাবে বলে মনে করেন অনেকেই।

তাই সরকারের সংশ্লিষ্ট মহলকে এদিকে সু-নজর দেয়ার দাবি জানান তারা।

অবিবাভকরা জানান, সরকার তাদের ছেলে মেয়ে দের উপবৃত্তি সহ নানা সুযোগ সুবিধা দিচ্ছে তাই তারা তাদের সন্তানদের মাদ্রাসায় দিতে রাজি না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা রফিকুল ইসলাম ভূইয়া বলেন, সরকার এবতেদায়ী মাদ্রাসায় শিক্ষাথী দের উপবৃত্তি দেয়ার কাজ অচিরেই শুরু করবে।