ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীয় সোমবার সকালে উপজেলার হল রুমে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূইঁয়ার সভাপতিত্বে সকাল ১১টায় এ সভা শুরু হয়। উপজেলার মাসিক আইনশৃঙ্খলা স্বাভাবিক ও সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, ওসি তদন্ত হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহা আলম, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম সহ আরো অনেকেই।
সভায় সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগন, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভার সভাপতি ইউএনও আব্দুল্লাহ আল মাহমুদ ভূইঁয়া বলেন বাজারে যানজট নিরসনে দোকানের সামনে মালামাল রাখা, জনসাধারণর চলাচলের রাস্তা বাধাগ্রস্ত করার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্যে বাজার মনিটরিং করা এবং রমজান মাসে পবিত্রতা রক্ষায় উপজেলা প্রশাসন কাজ করবে বলে জানান।