গৌরীপুর প্রতিনিধি : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে সোয়াই নদীর খনন কাজ শুরু হলেও বন্ধ হয়নি দখলদারদের চক্রান্ত। খনন বন্ধ করতে নানামুখী ষড়যন্ত্র করছে তাঁরা। তাইতো আবারও আন্দোলনে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। ময়মনসিংহ জেলার গৌরীপুর ও তাঁরাকান্দা, নেত্রকোণা জেলার পূর্বধলা ও সদর উপজেলার বিভিন্ন পেশাজীবি মানুষ যোগ দিয়েছেন এ আন্দোলনে।
তারই অংশ হিসেবে ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কে সোমবার দুপুরে শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সামনে অনুষ্ঠিত হয় এক মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি।
আমরা শ্যামগঞ্জবাসীর প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ছাত্র সংসদের সাবেক ভিপি মো: মারিয়াম সোহানের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- মইলাকান্দা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলায়েত হোসেন মনোজ, এনডিএমের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এম আর মাসুম, শ্যামগঞ্জ গার্লস স্কুলের সহকারী শিক্ষক তাপস ঘোষ, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোবিন্দ বণিক, ছাত্র নেতা সাহাদাত হোসেন প্রমুখ।
সোয়াই নদী খননের জন্য বক্তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নদীর খনন কাজ বন্ধ করতে দখলদাররা আজও চক্রান্ত করছে। সোয়াই নদী খননে কোন চক্রান্ত চলবে না। তাদের মোকাবেলা করতে জনগণ সরকারের পাশে আছে। শ্যামগঞ্জের দুইপাশে যেভাবে নদী খনন হয়ে আসছে শ্যামগঞ্জ বাজারেও যেন এর ধারাবাহিকতা অব্যাহত থাকে, তার দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, আমরা গণস্বাক্ষর দিয়েছি, খননে দায়িত্বরত নেত্রকোণা পানি উন্নয়ন বোডেূর কর্মকর্তাদের বলতে চাই, আমরা আপনাদের পাশে আছি, শ্যামগঞ্জ বাজারে দখলদারদের কোন ছাড় দেয়া হবে না।
নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মাসের শুরুতে সোয়াই নদীর খনন কাজ শুরু হয়েছে। এর দৈর্ঘ্য ৪৬ কিলোমিটার, ৩০ মিটার প্রস্থ ও তলার অংশ ২০ মিটার। নদীটি খননের ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৭ কোটি টাকা।