স্টাফ রিপোর্টার : ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (২ এপিবিএন) মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন্স এন্ড ইন্টেলিজেন্স শাখার অভিযানে ১৯ ফেব্র“য়ারি দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো-অমুল্য চন্দ্র বর্মন (২৪) ও মোঃ চান মাহমুদ (৪৫)। টাঙ্গাইল জেলার ঘাটাইল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনাকালে রাত ১১ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাগরদিঘী ইউনিয়নের ফুলমালির চালা গ্রাম থেকে তাদেও গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ত ১০ লিটার চোলাই মদ ও ১টি নম্বর বিহীন লাল রঙ্গের মটর সাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা দীর্ঘদিন যাবৎ উক্ত এলাকায় চোলাই মদ ক্রয়-বিক্রির কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে।