নিজস্ব প্রতিনিধি : পোস্টারের মাধ্যমে ময়মনসিংহ সিটি করপোরেশন ও মেয়রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে আটক ময়মনসিংহের তরুণ কবি ও গ্রাফিক্স ডিজাইনার শামীম আশরাফকে জামিন দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করা হলে শুনানি শেষে ময়মনসিংহের ৩নং আমলী আদালতের ম্যাজিষ্ট্রেট তাজুল ইসলাম সোহাগ তার জামির মুঞ্জুর করেন।
এর আগে পোস্টারের মাধ্যমে ময়মনসিংহ সিটি করপোরেশন ও মেয়রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে রবিবার রাতে ময়মনসিংহের তরুণ কবি ও গ্রাফিক্স ডিজাইনার শামীম আশরাফকে আটক করে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ।
কোতোয়ালী থানার ওসি মাঈন উদ্দিন জানায়, নগরীর আঠারোবাড়ি বিল্ডিং এলাকায় অবস্থিত শামীম আশরাফের ব্যবসা প্রতিষ্ঠান ‘গ্রাফিটি’ থেকে সোমবার ৫৪ ধারা গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করে। পরে আদালত মঙ্গলবার দিন শুনানি তারিখ ধার্য্য তাকে জেল-হাজতে প্রেরণ করে। মঙ্গলবার শুনানি শেষে ময়মনসিংহের ৩নং আমলী আদালতের ম্যাজিষ্ট্রেট তাজুল ইসলাম সোহাগ তার জামির মুঞ্জুর করেন।
এদিকে মঙ্গলবার সকালে ময়মনসিংহ সাহিত্য সংসদ (বীক্ষণ) ও বিক্ষুব্ধ সংস্কৃতিকর্মীরা নগরীর জিরো পয়েন্টে শামীম আশরাফের বিরুদ্ধে যড়যন্ত্রমূলক মামলা প্রত্যহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করে। এতে ময়মনসিংহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা কবি ও সাহিত্যিক ফরিদ আহমেদ দুলাল বক্তব্য রাখেন।
অন্যদিকে ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনাল জজ আদালতে শামীম আশরাফকে বিবাদী করে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলার আবেদন করা হয়েছে। ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দী বাদী হয়ে আবেদনটি করেন। আদালতের বিচারক আবেদনটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।
সিটি করপোরেশনের পক্ষের আইনজীবী সাব্বির তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক বজলুর রহমান আবেদনটি আমলে নিয়ে যেকোনো তদন্তকারী সংস্থার মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী বৃহস্পতিবার মামলার বিষয়টি আরও সুনির্দিষ্ট হবে।
মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, শামীম আশরাফ ৭ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ময়মনসিংহ সিটি করপোরেশনের লোগো ব্যবহার করে সিটি করপোরেশনের বিরুদ্ধে অপপ্রচারমূলক পোস্টার ডিজাইন করেন এবং সেসব পোস্টার নগরের বিভিন্ন এলাকায় সাঁটান। ১৮ ফেব্রুয়ারি সিটি করপোরেশন বিষয়টি নিশ্চিত হয়। গত রোববার রাতে পুলিশ ৫৪ ধারায় তাঁকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর ব্যবহৃত কম্পিউটার ও অন্যান্য ডিভাইসে অপপ্রচারমূলক পোস্টারের ডিজাইন পাওয়া যায়। সাইবার নিরাপত্তা আইনের ১৭, ১৯, ২৫, ২৬, ২৭, ২৯ ও ৩২ ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে নগরীর আঠারোবাড়ি এলাকায় থেকে গ্রেফতার করা হয় শামীমকে। স্থানীয়রা জানিয়েছেন, শামীমকে গ্রেফতারের আগেই রাত সাড়ে ৯টার দিকে তার ব্যবসা প্রতিষ্টানে যান ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিনসহ ছাত্রলীগের কয়েকজন নেতা। এ সময় তারা শামীমকে সিটি মেয়রের বিরুদ্ধে অপ্রচারমূলক পোস্টার তৈরির না করার অনুরোধ জানান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করা হয়।
এ ঘটনার কিছুক্ষণ পর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেয়রের বড় ভাই মো. আমিনুল হক শামীম সেখানে যান। এর ফলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে পুলিশ শামীম আশরাফকে আটক করে থানায় নিয়ে যায়।
সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর অনুসারীদের অভিযোগ, শামীম আশরাফ পোস্টারের মাধ্যমে সিটি মেয়রের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
প্রকাশ, শামীমের পোস্টারে নগরীর সমস্যা, বিশেষ করে তীব্র যানজট ও জলাবদ্ধতার চিত্র তুলে ধরা হয়।