ডেক্স রিপোর্ট : বাংলাদেশ জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন আহাদ মো: সাইদ হায়দার। তিনি ময়মনসিংহ নগরীর কালিবাড়ী এলাকার বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল হাই দেওয়ান ও সেতারা বেগমের কনিষ্ঠ সন্তান।

গত ১৮ ফেব্রুয়ারী ওই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়- বাংলাদেশ জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা আহাদ মো: সাঈদ হায়দারকে একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে, জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপির একান্ত সচিব হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন আহাদ মো: সাইদ হায়দার। এবার তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপির পিসএস এর দায়িত্ব পেলেন।

উল্লেখ্য, আহাদ মোঃ সাঈদ হায়দার ৩৩ তম বিসিএস এর তথ্য ক্যাডারের কর্মকর্তা।