নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক‍্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

২১ ফেব্রুয়ারি দুপুরে সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে পৌরশহরের তারাগঞ্জ দক্ষিণ বাজারে বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারে দিনব্যাপী ওই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।

সমাজকল্যাণ ফাউন্ডেশনের সদস্য মো. ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নালিতাবাড়ী শহীদ আব্দুর রশিদ মহিলা কলেজের প্রভাষক মো. আব্দুর রহিম, সাবেক ছাত্রলীগ নেতা আবুল হাসান বুলবুল, বঙ্গবন্ধু পরিষদ নালিতাবাড়ী শাখার সভাপতি আতিকুর রহমান মানিক, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ বাদশা। সঞ্চালনা করেন সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আরিফুল ইসলাম সুজন।

দিনব‍্যাপী মেডিকেল ক‍্যাম্পে উপজেলার শতাধিক গরীব, অসহায়, এতিম, ভিক্ষুক, বিধবা, অনাথ শিশু, রিকশা ও ভ্যান চালকদের বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।