নালিতাবাড়ী প্রতিনিধি : আন্তর্জাতিক মহান ভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখা।

২১ ফেব্রুয়ারি বুধবার সকালে এ উপলক্ষে ওয়ার্কার্স পার্টির নালিতাবাড়ী শহরস্থ কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনারে গিয়ে পুস্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।

এসময় ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার সম্পাদক রাজিয়া সুলতানা, ওয়ার্কার্স পার্টি নেতা আমিনুল ইসলাম নিরব, ওয়ার্কার্স পার্টি নেত্রী তোতা ভানু, জাতীয় কৃষক সমিতির নেত্রী উম্মে কুলসুম, খালেদা বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।